একটি বিজ্ঞাপনী সংস্থায় জ্যেষ্ঠ নির্বাহীর কাজ করেন সায়মা বেগম। অফিসের প্রতি বিশেষ অনুরাগের কারণে বন্ধুমহলে খোঁটা খেতে হয় প্রায়ই। কিছুতেই অফিস কামাই করেন না। এ বছর জ্বরের জন্য ছুটি নিতে হয়েছে। জ্বরের সঙ্গে ভোগাচ্ছে খুশখুশে কাশি। শুধু যে সায়মাকে ভুগতে হচ্ছে তা কিন্তু নয়। রাজধানীর প্রায় প্রতি ঘরেই জ্বর-জারি, ঠান্ডা-কাশি লেগেই আছে। বাচ্চা-বুড়ো কেউ বাদ যাচ্ছেন না। রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরের বাসিন্দা অমিয়া আনোয়ার নয় বছরের ছেলে তামিম জুবায়েরকে নিয়ে বেশ বিপাকেই পড়েছেন বলে...

